গাছ হইতে নামিয়া সভে ছুঁইল কৃষ্ণেরে।
কুক দেয় রাখালগণে অতি উচ্চস্বরে।।
শুনিয়া রাখালের রব আইল হলধর।
কে কোথা ছিলে ভাই কহত সত্বর।।
পুনরায় আঁখি বান্ধি ধর ভাই কানাই।
লুকাগ কন্দরে রাখাল না দেখে বলাই।।
খুঁজিবারে যায় বলাই সমুখে ছিদাম।
ধরিয়া চড়িল কান্ধে শিঙ্গায় ধরে গান।।
কান্ধে চড়ি বলাই চাঁদ আইসে বংশীবটে।
ছিদাম বলায়ে লয়ে ধীরে ধীরে হাঁটে।।
দুখী কৃষ্ণদাস বলে কেমন রে ছিদাম।
ছিদামের অঙ্গে ঝরে ঘাম যেন মুকুতার দাম।।