গিরিবর-কুঞ্জে চললি দুহুঁ নিরজনে
উজ্জ্বল-সমরক লাগি।
নিজ অভিযোগ-বচনক কৌশলে
মনহিঁ মনোভাব জাগি।।
সজনি আজু পরম রস ভেল।
অভিনব রাগ তুরঙ্গ মনোরথে
দুহুঁক ঘটন পুন ভেল।।ধ্রু।।
অণ্ডজগণ পুন ভেল রণ-বাদক
কোকিলগণ সর-শৃঙ্গ।
ভেরি-তূরি-কুল বাজাওত শিখিগণ
বির-পন গাওত ভৃঙ্গ।।
ভাঙ কামান কটাখ তিখিন শর
অদভূত পুলক কঁচুক।
অশ্রু শেল ভেল ঘাম পরশুকুল
স্বর-ভেদ মদন-বন্দুক।।
ঐছন সাজ মদন-রণ-পণ্ডিত
যূঝব যুগল কিশোর।
ভণ রাধামোহন লীলা দরশন
কিয়ে উহ হোয়ব মোর।।