গিয়া একজনে কহে কাণে কাণে
বৃকভানু রাজা কাছে।
“অপরূপ এক অন্তঃপুরে দেখ
অদ্ভুত কথা আছে।।
আচম্বিতে হেদে ঝরকা উপরে
কৃত্তিকা বৈঠল তায়।
সঙ্গে সহচরী রাধিকা সুন্দরী
বসিলা মায়ের ঠায়।।
দেখিতে লাগিলা বাজিকর-ছায়া
তোমার নন্দিনী রাধা।
আচম্বিতে কেন মূরছা খাইয়া
সে তনু হয়াছে আধা।।
তুরিতে গমন করহ রাজন
বিলম্বে নাহিক কাজ।”
এ কথা শুনিয়া বৃকভানু- মাথে
পড়িল আকাশ-বাজ।।
যেমত আছিল সভাতে বসিয়া
তেমতি উঠিয়া গেলা।
বিয়োগ অন্তরে গেলা অন্তঃপুরে
দেখিতে আপন বালা।।
“কি হৈল, কি হৈল,” বলে বৃকভানু
“আচম্বিতে কিবা শুনি।
আন কোন জন দেখাহ এখন
কে কহে কেমন বাণী।।
কোন দেবঘাত দেবের নির্ম্মিত
কোন বা দেবের বায়।
আনহ চেতনী কোন বা গোপিনী
দেখাহ তুরিত তায়।।”
চণ্ডীদাস কহে– “শুন মহারাজ,
আনিয়া চেতনী কেহ।
নাটিকা ধরিয়া দেখহ বুঝিয়া
নিবিষ্ট করিয়া দেহ।।”