গৃহ ছাড়ি গেল গোরা সন্ন্যাসী হইয়া।
না দেখিলাঙ চাঁদমুখ নয়ান ভরিয়া।।
কান্দে শচী ঠাকুরাণী কাঁদে বিষ্ণুপ্রিয়া।
হিয়ার মাঝারে শেল রহিল পশিয়া।।
টানিয়া খসাইতে চাহি বাহির না হয়।
তুষের আনল যেন সদাই জ্বলয়।।
কঠিন হৃদয় মোর না যায় ফাটিয়া।
শূন্য গৃহে কেমনে রহিবে বিষ্ণুপ্রিয়া।।
দাস হরেকৃষ্ণ মন পাষাণ জিনিয়া।
কেমনে ধরিব প্রাণ গোরা না দেখিয়া।।