গোকুল নগরে ইন্দ্র পূজা করে

গোকুল নগরে ইন্দ্র পূজা করে
দেখি আইল যতেক নারী।
নগর ভিতরে মহাকলরব
নাগর হইল পসারী।।
দোকান দাকান মেলিলা তখন
দেখিয়া গাহকীগণ।
কহয়ে পশারী ”বহুদ্রব্য আছে
যে চাহে নিতে যে ধন।।
মুকুতা প্রবাল মণিময় মাল
পোতিক মাণিক যত।
বহুদিন মনে আনিল যতনে
তোমাদের অভিমত।।”
খন্তিকা পুঁতিয়া মুকুতা ঝুলায়া
কহয়ে গাহকী আগে।
শুনি গাহকিনী আসিয়া আপনি
দোকান নিকটে লাগে।।
সুমধুর বাণী বলে সে দোকানী
কিসের লইবে ছড়া।
মুকুতার মাল লইবেযে ভাল
কড়ি যে লাগিবে বাড়া।।
শুনি নারীগণ বলয়ে বচন
গাহকী নহিয়ে মোরা।
”কিবা ভাগ্য মেনে দেখেছি জনমে
এমন ধন যে তোরা।।”
যুবতী রসাল নিল এক মাল
দিল এক সখী গলে।
পরিমাণ হল আনন্দ বাড়িল
কতেক লইবে বলে।।
আর এক জনে সাধ করি মনে
লইল সোনার সূচ।
লই চলি যায় বেতন না দেয়
পসারী ধরিল কুচ।।
ফেরা ফিরি করে কুচ নাহি ছাড়ে
কহে মূল্য দেহ মোর।
সঘন বদন করয়ে চুম্বন
এমতি কাজ যে তোর।।
কাড়া কাড়ি ঘন না মানে বারণ
অরাজক হল পারা।
যাহার যে বন কাটে সেই জন
রক্ষক হইবে কারা।।
রজক সঙ্গতি চণ্ডীদাস গীতি
রচিল আনন্দ বটে।
দোকান দাকান হৈল সমাধান
সকলি গেল যে লুটে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ