ঘরের বাহিরে দণ্ডে শতবার
তিলে তিলে আসে যায়।
মন উচাটন নিশ্বাস সঘন
কদম্ব কাননে চায়।।
রাই এমন কেনে বা হইল।
গুরু দূরজনে ভয় নাহি মনে –
কোথা বা কি দেবা পাইল।।
সদাই চঞ্চল বসন অঞ্চল
সংবরণ নাহি করে।
বসি থাকি থাকি উঠয়ে চমকি
ভূষণ খসিয়া পড়ে।।
রাজার ঝিয়ারী বয়সে কিশোরী
তাহে কুলবতী বালা।।
কিবা অভিলাষে বাড়াইলা লালসে
বুঝিতে নারি এ ছলা।।
তাহার চরিতে হেন বুঝি চিতে
হাত বাড়াইলা চাঁদে।
চণ্ডীদাস ভণে করি অনুমানে
ঠেকেছে কালিয়া ফাঁদে।।