চঞ্চল মন স্থকিত নয়ান
আবেশে অঙ্গ এল্যালি।
ঘরের বাহির তিলে শতবার
কোন বা দেবা পায়লি।।
জটিলা শুনিতে অবে পরমাদ
আমাদিগে বুঝি বহালি।
রাজ নন্দিনী কূলের কামিনী
সবকূল বুঝি মজালি।।
ই কি বিপরীত চিত চমকিত
লোকজন সব হাসালি।
এই পথে নিতি করে আনাগোনা
আজি গুরুজনা (বুঝি) জানালি।।
গোকুল নগরে প্রতি ঘরে ঘরে
তোরে বলে রাজ দুলালি।
রাতা উৎপল নয়ান যুগল
কেন্দে কেন্দে আঁখি ফুলালি।।
একে কুলবালা সহজে অবলা
এতদূরে কেন আইলি।
এই রাজপথে কেহ নাই সাথে
কলঙ্কিনী নাম ধরালি।।
বন্ধু গেল চলে ডাণ্ডায়্যা কেনে
চাতকিনী পারা রহলি।
জ্ঞানদাসে ভণে নিবেদি চরণে
শুন বৃষভানু দুলালি।।