চৌদিকে গোবিন্দধ্বনি শুনি পহুঁ হাসে।
কম্পিত-অধরে গোরা গদগদ ভাষে।।
ভালি রে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ।
অবনী ভাসিল প্রেমে গায় রামানন্দ।।
মুরারি মুকুন্দ নাচে হের আইস বলি।
তোমা সবার গুণে কাঁদে পরাণ-পুতলী।।
আর যত ভক্তবৃন্দ আনন্দে বিভোর।
বসু রামানন্দ তাহে লুব্ধ চকোর।।