ছল ছল জদুকুলরায়।
রাধা রাধা বলি গুণ গায়।।
“কোথা মোর সে নব কিশোরি।
না দেখিয়ে রূপের মাধুরি।।
ব্রজলিলা সদা পড়ে মনে।
ঐছন ভাবিয়ে নিশি দিনে।।
উঠিল সে দারূণ আগুণে।
সে কথা পড়িয়া গেল মনে।।
সে মোর যতেক ব্রজবালা।
কতি রহে কদম্বের তলা।।
কেমত আছয়ে গোপনারি ।
কহ পিক বচন * * * ।।
রাধা রাখা সয়নে সপনে।।
দেখি জেন নয়নে নয়নে।।”
চিবুকে মুরূলি ধরি শ্যাম।
চণ্ডীদাস কহে পরিনাম।।