জগপতি তুমি রূপে মনোহর কালা, সর্বরূপ জিনি শুধু শ্যামরূপ ভালা।
ত্রিজগতে সর্বরূপে কালা আলুকিত, শ্যাম জিনি শ্বেত লাল না হয় উদিত।।
কৃপাসিন্ধু জগবন্ধু তুয়া কালা নিধি, নিশিকালা মেঘকালা অলি পিক আদি।
শ্যামরূপ শ্যামচন্দ্র শ্যাম অলঙ্কার, শ্যাম মেঘে পূর্ণাসন করিছে মল্লার ।।
মাতঙ্গ বাহন রাজা স্বর্গের উপর, মল্লারের আলাপন চাতকের স্বর।
গুরুপদে শির করি আলিরাজা কহে, একালা চরণ বিনু মোর গতি নহে।।