জনন্নাথ মিশ্রের সুকৃতিবীজ হইতে
জনমিল গৌর কল্পতরু নদীয়াতে।।
যতনে নিতাই মালী সে তরু সেবিল।
নানা শাখা উপশাখা তাহার হইল।।
ধরিল তাহাতে অদভুত প্রেমফল।
আনন্দে নিতাই মালী সে ফল পাড়িয়া।
দীন দুঃখী জনে দেয় দুহাতে বিলাঞা।।
সে ফলের রস যেন সুধাকরসুধা।
যে জন চুষিয়া খায় যায় তার ক্ষুধা।।
আপনি সে ফল খাইয়া নিত্যানন্দ মালী।
উনমত হৈয়া নাচে মাথে করি ডালি।।
ধর নেও নেও বলি সে ফল বিলায়।
কেবল বঞ্চিত তাহে এ শেখর রায়।।