জমুনক তিরে তিরে সাঁকড়ি বাটী

জমুনক তিরে তিরে সাঁকড়ি বাটী।
উবটি ন ভেলিহু সঙ্গ পরিপাটী।।
তরুতল ভেটল তরুন কহ্নাই।
নয়ন তরঙ্গে জনি গেলিহু সনাই।।
কে পাতিয়াএত নগর ভরলা।
দেখইতে সুনইতে হৃদয় হরলা।।
পলটি ন হেরল গুরুজন লাজে।
বচন চুকিলিহু সখিহ্নি সমাজে।।
এতদিন অছলিহু অপনে গেয়ানে।
আবে মোরা মরম লাগল পচবানে।।
নিঠুর সখী বিসবাস ন দেই।
পরক বেদন পর বাটি ন লেই।।
ভনই বিদ্যাপতি এহু রসভানে।
রাএ সিবসিংহ লখিমা দেই পরমানে।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ