জয় জয় নবদ্বীপ মাঝ।
গৌরাঙ্গ আদেশ পাঞা ঠাকুর অদ্বৈত যাঞা
করে খোল মঙ্গলের সাজ।।ধ্রু।।
আনিয়া বৈষ্ণব সব হরিবোল কলরব
মহোৎসবের করে অধিবাস।
আপনে নিতাই ধন দেই মালাচন্দন
করি প্রিয় বৈষ্ণব সম্ভাষ।।
গোবিন্দ মৃদঙ্গ লৈয়া বাজে তা তা থৈয়া থৈয়া
করতালে অদ্বৈত চপল।
হরিদাস করে গান শ্রীবাস ধরয়ে তান
নাচে গোরা কীর্ত্তনমঙ্গল।।
চৌদিকে বৈষ্ণবগণ হরিবোল ঘনে ঘন
কালি হবে কীর্ত্তন মহোৎসব।
আজি খোলমঙ্গলি রাখিবে আনন্দ করি
বংশী বলে দেহ জয় রব।।