ঝরকা উপরে কৃত্তিকা সুন্দরী

ঝরকা উপরে কৃত্তিকা সুন্দরী
তা সনে সুন্দরী রাখা।
দেখিতে সে খেলা মন ভেল ভোলা
সকলি মানিল বাধা।
হৃদয়ে ভিতরে এ মহীমণ্ডলে
কভুত নাহিক রহে।
এমন মূরতি এ মহীমণ্ডলে
কভুত নাহিক হয়ে।।
হেনরূপ সখি কোথা বা আছিল
কে হেন আনিল নিধি।
কেমন করিয়া এমন বরণ
বসিয়া গড়িল বিধি।।”
হৃদয় মাঝারে পশিল ওরূপ
বিদগধি রাই।
মানস পূরিয়া সরল বেদন
মনের পোড়ান ভেল।
হৃদয় ভিতরে তরল অন্তর
জর জর হৈয়া গেল।।
দেখিতে দেখিতে তুলল নাগরী
মুদল নয়ান দুটি।
রসের আবেশে ঠেকিয়া সুন্দরী
কুলের ভরম ছুটি।।
এই সে পুরুষ রতনে যতনে
যদি বা মিলয়ে মোরে।
তোমাকে কি দিয়া তুষিব হরিষে
কিনিয়া লইবে মোরে ।।
জনমে জনমে তোমারে তুষিব
ঘোষিব তোমার গুণে।
এ বোল বলিয়া পড়িল ঢলিয়া
দ্বিজ চণ্ডীদাস ভনে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ