ঝর ঝর ঝর বহে প্রেমবারি
ঝামরু নয়ন দুটি।
ঝলকে ঝলকে ঝর ঝর ঝর
বিরহের বারি উঠি।।
ঝাঁঝর পাঁজর ঝরঝর ভেল
ঝটকে পরাণ যায়।
ঝট করি জিউ ঝমরু ঝমরু
ঝটকে ব্যথাটি পায়।।
ঝন্‌ ঝন্‌ করে কঙ্কণ ঝটকি
মরমে হানয়ে ধ্বনি।
শিয়ের করুণা ঝট করি আসি
বৃষভানু রাজারাণী।।
ঝক্‌ ঝক্ পাটে ঝলক আয়াটে
ঝরে ঝরে ঝর আঁখি।
ঝন্‌ ঝন্ ঝন্‌ ঝলক ঝলক
ঝলকি রথের ঠাটি।।
ঝাঝরি মহরি ঝট্‌ ঝট্ বাজে
ঝটকে নাচয়ে নাট।
* * * * * *
* * * *।।
ঝল মল করে ঝলকে কুন্ডল
ঝাপটে মুরলি করে।
ঝাঝর হিআয়ে ঝট ঝট হে*
কাঁদয়ে করুণ স্বরে।।
ঝামরু তলায়ে ঝটকি পড়িল
সে হেন সুন্দরী রাধা।
ঝাঁঝরি করিল গোপীগণ যত
ঝটসে করল বাধা।।
ঝট্ চণ্ডীদাস ঝামরু হইয়া
পড়িয়ে রহয়ে পায়ে।
ঝট্ করি দেহে ঝট্‌ ঝট্‌ করি
লইয়ে যাইতে চাহে।।