ঝর ঝর বরিখে সঘনে জলধারা।
দশদিশ সবহুঁ ভেল আন্ধিয়ারা।।
এ সখি কীয়ে করব পরকার।
অব জানি বাধয়ে হরিঅভিসার।।ধ্রু।।
অন্তরে শ্যাম-চান্দ পরকাশ।
মনহি মনোভব লেই নিজপাশ।।
কৈছনে সঙ্কেতে বঞ্চয়ে কান।
সোঙরিতে জর জর অথির পরাণ।।
ঝলকই দামিনি দহন সমান।
ঝন ঝন শবদ কুলিশ ঝন ঝান।।
ঘরমাহা রহইতে রহই না পার।
কি করব এসব বিঘিনি বিথার।।
চঢ়ব মনোরথে সারথি কাম।
তুরিতে মিলায়ব নাগর ঠাম।।
মনমাহা সাখি দেয়ত পুনবার।
কহু শেখর ধনি কর অভিসার।।