টল টল টল অতি নিরমল
শরৎ পূর্ণিমার শশী।
নটবর কানু মুরলী বদনে
সদনে কুটীরে বসি।।
কলরব করু যত পাখিগণ
ময়ূর ময়ূরী নাদে।
ভ্রমর ভ্রমরী ঝঙ্করু শবদে
ডাহক ডাকিছে সাধে।।
মদন বেদন নন্দের নন্দন
করিতে রাসের লীলা।
নিভৃতে বসিয়া নাগর রসিয়া
কামেতে হইয়া ভোলা।।
বদনে ভূষণ মুরলী সদন
বাজয়ে কতেক তান।
সঙ্কেত নিশান বাজে আন তান
ছুটল পঞ্চম গান।।
প্রিয় রাধা বলি ডাকিছে মুরলী
শুনিল শ্রবণে যবে।
যত গোপনারী আন নহে কিছু
কাননে চলহ তবে।।
বিন্ধল মরমে হিয়া আনচান
কহিতে কাহারে নারে।
মনের বেদন নাহি জানে আন
শুনি মন হিয়া ঝুরে।।
শুনিতে মুরলী যেমত পাগলী
বনের হরিণী প্রায়।
ব্যাধ বাণ খেয়ে ধাওল হইয়ে
চারিদিকে যেন চায়।।
চণ্ডীদাস বলে ব্রজ জনা-চিত
আকুল হইয়া গেল।
নাহি আন কথা পাই হিয়া ব্যথা
কি বুদ্ধি করিব বল।।