টল বল করে টল টল দেহে
টেরা সে বিষম গাঁসি।
টানিলে না টলে বুকে টেরা হয়া
হৃদয়ে রহল পশি।।
টাটক হইয়া সুধামুখী ধনী
টেরা সে নয়ানে চেয়া।
টারিয়া যাইবে তটস্থ রমণী
টুটিল বিরহ দিয়া।।
টানাটানি করে টেরেতে লইয়া
মরিতে টাকর দিয়া।
টান টোন করি টাকাই তা সনে
টের দূর দিকে রয়া।।
টিপ টাপ করে টেটালির পারা
টিকাদিনি পারা রাধা।
টল টল করে অবলা পরাণ
সকল করিল বাধা।।
টাটক হইয়া টানিয়া রাখিব
আপনার নিজ পতি।
টেরেতে থাকিয়া টেট্‌কারি দিয়া
অক্রূর মহা সে মতি।।
চণ্ডীদাসে কহে টাটক হইয়া
টারল গোকুলনাথ।
টিপানে জানিল টেরা হয়ে নাথ
ছাড়ব গোপীর সাথ।।