টূটল রাইক মান।
হেরি সখি কয়ল পয়ান।।
যাহাঁ বহু-বল্লভ কান।
তুরিতে মিলল সোই ঠাম।।
রাইক সহচরি গেল।
নাগর হরষিত ভেল।।
গদগদ কহ বর কান।
রাই কি তেজল মান।।
পুন কি মীলব মোয়।
ঐছে সফল দিন হোয়।।
সো মুখে সুধাময় বাত।
শুনি কি জুড়ায়ব গাত।।
বঙ্কিম লোচন হেরি।
মোহে জিয়ায়ব ফেরি।।
তুহুঁ সখি করহ সহায়।
তব হাম মীলব তায়।।
যবহুঁ কয়ল ধনি মান।
তবধরি আকুল পরাণ।।
শুনি সখি কহে মৃদু বোল।
অব তুহুঁ নহ উতরোল।।
তুরিতে চলহ মঝু সাথ।
বংশী মানাওব তাথ।।