তুমি সে আঁখির তারা

”তুমি সে আঁখির তারা।
আঁখির নিমেখে কত শতবার
নিমিখে হইয়ে হারা।।
তোমা হেন ধন অমূল্য রতন
পাইল কদম্ব তলে।
বৈস বৈস রাধা কত না বেজেছে
ও রাঙ্গাচরণ তলে।।
শিরীষ শরীর ছটায় রবির
মলিন হয়েছে মুখ।
আহা মরি মরি বিষম গমনে
কত না পেয়েছ দুখ।।”
আপনা পীতের বসন আঁচলে
রাই মুখ মুছে শ্যাম।
বসন বাতাসে শ্রম দূরে গেল
মিটিল অঙ্গের ঘাম।।
নীপ কদম্ব তরুয়ার তলে
সহচরী গোপীগণে।
রস সরসিজ সরস বচনে
চাহিয়া শ্যামের পানে।।
রসিয়া বড়াই কহিছেন তহি
”শুনহ রমণী যত।
প্রেমরসদান কর সমাধান’
তাহা না বুঝয়ে কত।।
ইঙ্গিতে ইঙ্গিতে কহে এক ভিতে
সেই সে চতুর বুড়ি।
উদি দিয়া চাহে আনপথে রহে
পড়িল হাতের বারি।।
কানু করে লই ছেনা দুধ দই
বদনে ঢালিয়া দেয়।
কার বা বসন লইল যতন
কার অঙ্গে হার লয়।।
ঐছন কি রীতি ধরিয়া পিরীতি
ধরিয়া রাধার করে।
গুপ তরুবর কদম্বের তলে
বৈঠল নাগরবরে।।
চণ্ডীদাসে দেখি দুঁহু রূপখানি
মনেতে লাগিল ভাল।
একুল দুকুল যমুনা কিনার
সকলি করিল আলো।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ