তুহারি রসিকপণ বৈদগধি ভাষ।
যুবতিনিকর মাছ ভেল পরকাশ।।
মানদহনে ধনি দহে অবিরাম।
তাহে তেজি কৈছে আয়লি তুহুঁ শ্যাম।।
বিরহদহন যদি সহই না পারি।
অভিমানে প্রাণ তেজই বরনারী।।
ধিক ধিক মাধব তোহারি পিরীত।
তিরিবধপাতকে নাহি তুয়া ভীত।।
জ্ঞানদাস কহে চল অবিলম্বে।
ধনি দেখিব যব না কর বিলম্বে।।