থর থর কাঁপল লহু লহু ভাস।
লাজে ন বচন করএ পরকাস।।
আজু ধনি পেখল বড় বিপরীত।
খন অনুমতি খন মানএ ভীত।।
সুরতক নামে মুদএ দুই আখি।।
পাওল মদন মহোদধি সাখি।।
চুম্বন বেরি করএ মুখ বঙ্কা।
মিলন চাঁদ সবোরুহ অঙ্কা।।
নীবিবন্ধ পরসে চমকি উঠে গোরী।।
জানল মদন ভণ্ডারক চোরী।।
ফুয়ল বসন হিয়া ভুজে রহু সাঁঠি।
বাহিরে রতন আচরে দেই গাঁঠি।।
বিদ্যাপতি কি বুঝব বল হরি।
তেজি তলপ পরিরম্ভন বেরি।।