দিনমণিবল্লভ দুহু করপল্লব
সুবলিত অঙ্গুলি সুছান্দ।
উজ্জ্বল অঙ্গুলি মাঝে রতন অঙ্গরি সাজে
মুখের লাবণি সদ্য চান্দ।।
সরুয়া সুন্দর কটি মেঘবরণ ধটী
অঞ্চল চঞ্চল পদ আগে।
কনয়া কিঙ্কিণীজাল রুনুঝুনু বাজে ভাল
অঙ্গদ ভূষিত ধৌত রাগে।।
রাতা উতপল জিনি রাঙ্গা শ্রীচরণ খানি
রতন মঞ্জীর বাম পায়।
বলরাম বড় রঙ্গে বাম করে ধরি শিঙ্গে
রহি রহি গভীর বাজায়।।
যার গুণ শ্রুতি মাত্র পুলকে পুরয়ে গাত্র
তার রূপ কে কহিতে পারে।
জ্ঞানদাসেতে ভণে এতেক রাখাল সনে
বিহরই যমুনার তীরে।।