ধনি কেনে মুদল নয়ান।
দশনহিঁ দশন লাগি অচেতন
মুরছিত হরল গেয়ান।।
সরস সুন্দর বদনমণ্ডল
হেরি ঘিরি ঘন রোয়।
কণ্ঠ ঘর ঘর রসনা জর জর
নিরব ভেলহি সোয়।।
হেরি বিধু-মুখ নয়ন-নিমিখ
পলকে ভেল বিভঙ্গ।
জীবন সংশয় রাই কিশলয়
কালিম বরণ শ্রী অঙ্গ।।
ললিতা আদি সখি নিঝুরে ঝোরয়ে
আর কি জীবন সাধা।
কি সুখ কারণ এ তনু ধারণ
প্রাণ ছোড়বি রাধা।।
হেরি বিপরিত ললিতা শুনায়ত
শ্যাম-নাম বীজমন্ত্র।
শ্রবণ-যুগ ভেদি হৃদয়ে পৈঠল
চেতন রাধিকা-অন্ত।।
কাঁহা গুণধাম শ্যাম মঝু প্রাণ
অচিরে মিলে মঝু পাশ।
রাধা-বল্লভ আনিতে দুর্লভ
সাজল গোবিন্দদাস।।