ধনি পরবোধি চললি বর-রঙ্গিণি
ধরলিহ বিপিনক পন্থ।
গোঠ গোবর্দ্ধন যমুনা কানন
এ সব ফিরয়ে একান্ত।।
সহচরি কতিহুঁ না পেখলি নাহ।
নিরজনে গোঠ গোবর্দ্ধন পরিহরি
পড়ি রহু পাঁতর মাহ।।ধ্রু।।
হেম-বরণ এক অম্বূজ করে ধরি
ঘন ঘন হেরত তায়।
রাই রাই করি শিরে কর হানই
ধূলি-ধুসর সব গায়।।
চূড়হিঁ চারু শিখণ্ড বিখণ্ডিত
মূরলী পড়ি রহু দূর।
ঐছন সময়ে তাহাঁ পরবেশল
চন্দ্রশেখর সুচতুর।।