ধনী করে ধরি হরি সখি সম-অরপল
পাওলি আপন পরাণ।
অব তনু মন প্রাণ সবহু বিথারহ
চির থির নিরখ বয়ান।।
হরি হরি আজু করম অবিগুণ।
দুখ ঘর ব্রজপুর সুখ অব দেয়ব
মগন পুন বন উপজল দূন।।
ললিতা পাণি পরশি ধনী নিজ উরে
সুখ ক্রন্দনে কহু বাণী।
শুনরে পরাণনাথ বিছুরি নিরাশল
তুঁহু মুঝে দেয়লি আনি।।
হাম তোহে কাঁহা কা দেই তোষব
হরি সহ আপন দেল।
কর জোরি শিরে ধরি ললিতা সুন্দরী
অতি উলসিত মতি ভেল।।
হেরি কলাবতী ছোড়ি চলল সবে
বাহির কুঞ্জকুটীর।
সবজন পাছে পাছে সুখে নিকসল
নীলাম্বর গল চীর।।