নন্দের নন্দন সনে
দোষী নহে কোন জনে
গোকুলে কে আছে হেন নারী।
হায় হাম অভাগিনী
হৈনু কুল কলঙ্কিনী
কহিতে নয়নে বহে বারি।।
আনের যে অপযশ
কহিতে শুনিতে দোষ
আছে হেন বিধির বিধান।
আমার কলঙ্ক যত
গান করে ভাগবত
ফুকারই বেদাদি পুরাণ।।
কেহ গাহে ধীরে ধীরে
কেহ গাহে উচ্চস্বরে
কেহ বা জপয়ে মনে মনে।
এমন শুনেছ কোথা
আমার অদ্ভুত কথা
গুরু দেয় শিষ্যের শ্রবণে।।
আমার কথায় রবে যে
আমার মত হবে সে
বসিয়া কহিনু বৃন্দাবনে।
বসু রামানন্দ সুখে
বচন না স্ফুরে মুখে
ধারা বহে যুগল নয়নে।।