নন্দের মন্দির মাঝে কি আনন্দময়।
ভাগ্যবতী যশোমতী কৃষ্ণ কোলে লয়।।
অনাথের নাথ কৃষ্ণ জগতের পতি।
যশোদার দুগ্ধ খান হঞা বাল্যমতি।।
অসুর দলন হেতু দেব চূড়ামণি।
ভকত পালন লাগি পবিত্র অবনী।।
নাচেরে নাচেরে নন্দ থৈয়া থৈয়া বলি।
যতেক রমণী নাচে মাথায় গাগরি।।
গোপ গোপীর ঐ লীলা দেখি যদুমণি।
আনন্দে বিভোর হইঞা নাচেন রোহিনী।।
যদুকুলের বংশ হৈল কি বলিব আর।
পৃথিবীর ভার ঘুচে মহিমা অপার।।
যদুকুলের প্রদীপ হইল স্বভাব উজ্জ্বল ।
সভে উদ্ধারিতে যেন আইলা গঙ্গাজল।।
গাইয়া বাইয়া কত নাচয়ে নটিনী।
নন্দঘোষ পরিতোষ চন্দ্র চক্রপানি।।
জ্ঞানদাসেতে কয় করি পরিহার।
তোমার চরণে মন রহুক আমার।।