নাপিতিনী বলে শুনগো সই

নাপিতিনী বলে শুনগো সই ।
আনাথিনী লোকের বেতন কই।।
কহ তুমি যেয়ে রাইএর আছে।।
যদি কহে তবে নিকটে যাই।
যে ধন দেন তা সাক্ষাতে পাই।।
শুনি সখি কহে রাইএর কাছে।
নাপিতিনী বসি আছয়ে নাছে।।
রাই কহে তবে আনহ তায়।
কতেক বেতন আমায় চায়।।
সখী যাই তবে ডাকযে ”আইস।
আসিয়া রাইএর নিকটে বৈস।।”
আসি নাপিতিনী কহয়ে তায়।
”কেনে কেন না হে আমায়।।”
হাসিয়া কহয়ে সুন্দরী রাই।
”হেন নাপিতিনী দেখিয়ে নাই।।
এমতে ধন যে করেছ কত।”
সে কহে,”ভুবনে আছয়ে যত।।
এক ধন আছে তোমার ঠাঁই।
সে ধন পাইলে ঘরকে যাই।।
হৃদয়ে কনক কলস আছে।
মণিময় হার তাহার কাছে।।
তাহার পরশ-রতন দেহ।
দরিদ্র জনারে কিনিয়া লহ।।
দয়া করি দেহ দরিদ্র জনে।
চাইলে না দেয় কৃপণ জনে।।
আর যে বেতন দেহ আমার।
পরশ-রতন পাই তোমার।।”
হাসিয়া কহয়ে সুন্দরী গোরী।
”ভালে নাপিতিনী পরাণে ভুরি।।
পরশ-রতন পাইবা বনে
এখন চলহ নিজ ভবনে।”
চণ্ডীদাস কহে না কর লাজ।
নাপিতিনী নহে, রসিকরাজ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ