নামিয়া আসিয়া বসিল আসিয়া

নামিয়া আসিয়া বসিল আসিয়া
কহয়ে বেতন দায়।
বেতনের কালে হাত দিয়া গালে
সকল যুবতী কয়।।
সই বাজিকর নিবে কি ।
যত কিছু দিয়ে কিছুই না নিয়ে
বলে ”মোর যোগ্য কি।।
এই মনে করি দেহ কুচগিরি
আর তব মুখ-সুধা।
আর এক হয় মোর মনে লয়
তাহা মোরে দেহ জুদা।।
সুন্দরী গণে বুঝিল মনে
ইহার গ্রাহক তুমি।
টীটের টীটানি খেতের মিঠানি
সকলি জানিয়ে আমি।।
চণ্ডীদাসে কয় হরে কেন হয়
জানিহ চতুরপণা।
বুঝালে না বুঝে কহিলে না সুঝে
তাহারে বলিয়ে কাণা।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ