নিজ মন্দিরে যাই বৈঠল রসবতি
গুরুজন নিরখি আনন্দ।
শিরিষ-কুসুম জিনি তনু অতি সুকোমল
ঢল ঢল ও মুখ-চন্দ।।
নিতি নিতি ঐছন রীত।
রসবতি রসিক–মনোহর নাগর
অপরূপ দুহুঁক চরিত।।
বিবিধ মিঠাই থারি ভরি পূরতি
ভোজন করতহিঁ গোরি।
কর্পূর তাম্বুল বদন পরিপূরিত
কুঙ্কুম চন্দন রোরি।।
নিজ-গৃহ-কাজ সমাপল সখিগণ
গুরুজন-সেবন কেল।
গোবিন্দদাস দীপ তহি সাজাওল
বেলি অবসান ভৈগেল।