নিভৃতে সুবল কথা কানাইরে কহে।
গিরিতটে ধেনু বৎস কভু ভাল নহে।।
রাইরের সরসীকূল ইহার নিকটে।
কি জানি বা কোন শিশু তাহাঁ যাই উঠে।।
এতেক যুগতি কথা বুঝিয়া কানাই।
কহে সভে চল যমুনার তীরে যাই।।
দেখিব কেমন শোভা যমুনার তীর।
অঞ্জলি পূরিয়া খাব সুশীতল নীর।।
এতেক বচন কহি রাখলের সাথে।
গোধন চালাঞা দিল যমুনার পথে।।
কহয়ে মাধব শোভা দেখিতে সুন্দর।
আইলা যমুনাতীরে রাম দামোদর।।