নিসির সপন দেখল সঘন
বিস্মিত হইল বড়ি ।
দিয়া দরসন পুন সে গমন
এ কথা বিসম বড়ি।।
রাধার দরশ করল পরশ
অতি সে মগন চীত।
জেমত জলের বিম্বিক মিলায়ে
তাহার তৈছন রিত।।
উঠি সুনাগর গুণের সাগর
চিন্তিত হইয়া রয়।
কিবা দেখি আজি নিসির সপন
কহিলে কি জানি হয়।।
সপন গমন সত্য নহে কভু
ইহাই দেখল মনে।
নিসি অবশেষে কথার আলাপ
সুবল সাঙ্গাত সনে।।
ঐছন কিশোরি দেখল তখন
পুন দরসন নাঞি।
বিস্মিত হইলা শ্যাম নটরাজ
কহব কাহার ঠাঞি।।
চণ্ডীদাস বলে– শুনহ নাগর,
বেদের বিহিত কয়।
নিশ্চয় সপন রাই ভাগ্য কভু
সয়ে এক সাঁচা হয়।।