নীল-নব-ঘন রূপ শোহন
শ্রবণ-কুণ্ডল-দোলনি।
কনক-কামিনি থীর দামিনি
মধুর-মধুরিম বোলনি।।
দেখ সখি মুরতি মোহন-মোহনি।
চারু-চিত্রিত বেশ বিরচিত
পীত নীল-পট-শোহনি।।ধ্রু।।
মত্ত-কুঞ্জর গমন মন্থর
রাজ-হংসিনি-গামিনি।
কেলি-তাণ্ডব তাল-পণ্ডিত
মুখর-মঞ্জীর –বাজনি।।
পুলিন-বিপিনে কুঞ্জ-ভবনে
বেকত মনমথ-ভাঁতিয়া।
দাস গৌরাঙ্গ চরণ পল্লব
সতত রহু মতি মাতিয়া।।