* নেক লইঞা হরস হইয়া
পেয়াএ এ খির ননি।
“মরি মরি তোর বালাই লইয়া”
সদত কহিছে রানি।।
“ভাগ্যে তোরে রাখিল গোসাঞি
আমার তপের ফলে।
তোমারে মারিতে কংসের আরতি
আর কত হএ তোরে।।
* দূরে ত্যজিয়া পাঠাএ সত্বরে
এই সে ভাবনা মোর।
দুষ্ট কংসাসুরে পাঠাএ অসুরে
দেখিতে হইল ভোর।।
* * মতি কিবা হএ গতি
জা করে অসুর কংস।
বহু ভাগ্যফলে দিয়াছে বিধাতা
গোপকুলে এই বংস।।
* * বাদ বিষম সম্বাদ
রাখিল ইশ্বর মোর।
কোন ভাগ্য ছিল বালক পাইল
পুনহি মিলল কোর।।”
মনেতে * হইল জসদা
পুত্রেরে লইঞা কোলে ।
বিহরে আপন মন্দির-ভিতরে
দিন চণ্ডিদাস বলে।।