নৌকা খানি মোর অতি জর জর
বুঝিয়া চাপিতে হয়।
শুন সভে কই দুই জন বই
তিন জন নাহি সয়।।
আগে কে চাপিবে চাপ আসি।
নিতম্বমণ্ডল পীন পয়োধর
দেখি বড় ভয় বাসি।।ধ্রু।।
আমি জানি আগে তোমরা সকলে
কাতরা অতি কৃপণা।
দেহ আলিঙ্গন মুখমধুপান
নাহি চাহি রূপাসোণা।।
নন্দের কুমার কি নাহি আমার
মণিকে বাসিয়ে কড়া।
জগন্নাথ বোলে সব সখী মেলে
এই কথা কর গোড়া।।