পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে।।
পিঠে দোলে পাট থোপা তাহে হেম ঝাঁপা।
কলিকলমষরাশি নাহি করে কৃপা।।
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌর বোলায়।।ধ্রু।।
লাফে ঝাঁপে যায় পঁহু গৌরআবেশে।
পাপ পাষণ্ডিমতি না থুইল দেশে।।
দয়ার কারণে পঁহু ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল পহুঁ প্রেম রাশিরাশি।।
সঙ্গে প্রেমসরঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর।।
চৌদিশে নিতাই মোর হরি বোল বোলায়।
জ্ঞানদাস লাখ মুখে পহুঁ গুণ গায়।।