পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে
দেখিনু নাগর কানু।
মদনে বিভোর সে শ্যাম নাগর
তা দেখি আকুল তনু।।
ভাল দেখিলাম আপন নয়নে
কি আর বলিব মুখে।
শঠ জন সনে পিরীতি করিয়া
সদাই থাকয়ে দুখে।।
চন্দ্রাবলী সনে যত সখীগণে
আনন্দে মগন তায়।
কেহ সে তাম্বূল সুগন্ধি চন্দন
দিছেন শ্যামের গায়।।
এসব দেখিয়া মনেতে ভাবিয়া
ফিরিয়া আইল দূতী।
কহে বৃন্দাবন বড়ই কঠিন
কেমনে পোহাবে রাতি।।