পীন পয়োধর দূবরি গতা

পীন পয়োধর দূবরি গতা।
মেরু উপজল কনক-লতা।।
এ কাহ্নু এ কাহ্নু তোরি দোহাই।
অতি অপূরুব দেখলি সাই।।
মুখ মনোহর অধর রঙ্গে।
ফুললি মধুরী কমল সঙ্গে।।
লোচন-জুগল ভৃঙ্গ অকারে।
মধুক মাতল উড়এ ন পারে।।
ভঁউহেরি কথা পূছহ জনূ।
মদন জোড়ল কাজর-ধনূ।।
ভন বিদ্যাপতি দূতি বচনে।
এত সুনি কাহ্নু করত গমনে।।

ক্ষণদা গীতচিন্তামণির পাঠ –

এ কানু কানু তোহারি দোহাই
বড় অপরুবু আজু পেথুল বাই।।
মুখ মনোহর অধর সুরঙ্গ।
ফুটল বাঁধুলী অমলক সঙ্গ।।
ভাওকি ভঙ্গিম পুছসি ধনু।
কাজরে সাজল মদন ধনু।।
পীন পয়োধর দূবরি গাতা।
মেরু উপজল কনক লতা।।
নয়ন যুগল ভৃঙ্গ আকার।
মধুমদে মাতল উড়ই ণ পারঅ।।
ভনহু বিদ্যাপতি দূতিক বচনে।
বিকসল অনঙ্গ না হয় বহু ধরণে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ