প্রথম পহর নিসি জাউ

প্রথম পহর নিসি জাউ।
নিঅ নিঅ মন্দির সুজন সমাউ।।
তম মদিরা পিবি মন্দা।
অবহি মাতি উগি জাএত চন্দা।।
সুন্দরি চলু অভিসারে।
রস সিংগার সঁসারক সারে।।
ওতএ অছএ পিয়া আসে।
অতএ বেঢ়ল গিম মনমথ পাসে।।
সাহসে সাহিঅ অসাধে।
তিলা এক কঠিন পহিল অপরাধে।।
সে সামর তোঞে গোরী।
বিজুরি বলাহক লাগতি চোরী।।
হসি আলিঙ্গন দেসী।
মন ভরি জুবতি জনক সুখ লেসী।।
সব সঙ্কা কর দূরে ।
কামিনি কন্ত মনোরথ পূরে।।
ইহ বিদ্যাপতি ভানে।
রাএ সিবসিংঘ লখিমা দেবি রমানে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ