প্রাণ ললিতা তোরা যাওগো, বন্ধুরে আনিয়া দেও ত্বরা। ধু
আমি দাসী চির দোষী শ্যাম পিরীতের মারা গো।।
ললিতা বিশখা সখী গো ত্বরা করি।
আনিয়া দেও মোর প্রাণ বন্ধুরে দেখি নয়ন ভরি গো।।
আমার বন্ধু প্রেম রসিক প্রেমভক্ত আছে।
এগো ভক্ত পাইলে আদর করিয়া প্রেম যাচে গো।।
নূতন যৌবন আমার কেমন কেমন করে।
এগো আসলে বন্ধু নূতন যৌবন সপিয়া দিতাম তারে গো।।
শ্যাম ভক্ত যেই নারী স্বর্গে পাইছে বাস।
পাগল মিয়াধনে কয় গো আমার না পূরিল আশা গো।।