বঁধূ আজু বনাহ বেশ আপন সমান।
চিহ্নিতে না পারে যেন রাধা হৈল শ্যাম।।ধ্রু।।
কপালে পরিব ফোঁটা বান্ধহ বিনাদ ঝুঁটা
তাহে দেহ ময়ূরের পাখ।
মুরলী লইয়া করে গাইব পঞ্চম-স্বরে
যুবতি মুরুছে লাখে লাখ।
পরিব পিয়ল ধড়া তায় দিয়া তিন বেড়া
মৃগমদে ডুবাইব অঙ্গ।
নূপুর পরিব পায় ধ্বনি যেন দূরে যায়
চলিব তোমার মত ভঙ্গ।।
যাইব যমুনাতটে ঠেকা দিব বংশীবটে
পদ থুঞা পদের উপরে।
বসু রামানন্দে রটে যেহি বোল সে হি বটে
এখনি চিহ্নিব রামেশ্বরে।।