বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে।
গো-ধেনু লইয়া রঙ্গে চলে কানু আন সঙ্গে চলিলে চলিতে সুরঙ্গ সিঙ্গাটি বাজে । ধু
আগে পাছে শত ধেনু তার মাঝে রামকানু সঙ্গে করি বলরাম ভাই।
সবে বোলে ভাই কানু-রামে লইল শিঙ্গা বেণু তার সাথে চল গীত গাই।
দিল্লীর আগে বিস্তর দূর তার মাঝে ইসলামপুর তাতে রামকানু করে কেলি।
হীন গয়াসে * কহে এই কথা মরমে দহে এহি কানু আঁখির পোতলি।