বিস্ময় ভাবিলা বালক সকল

বিস্ময় ভাবিলা বালক সকল
কহিতে লাগিলা তায়।
“এ জন নন্দের ভবনে জন্মিল
ধরিয়া মানুষ-কায়।।
কেবল ঈশ্বর দেব দামোদর
নহিলে এমন হয়।
নানা সে আপদ সঙ্কট নিকট
ঘুচায় সবার ভয়।।
বিষপান বেলা সবাই মরিলা
এই সে যমুনাতটে।
অমৃত দৃষ্টিতে চাহিয়া বাঁচায়ে
সকল বালক উঠে।।
অঘাসুর আদি যতেক অসুর
সকলি করিল ধ্বংস।
বুঝিল সাক্ষাতে এমন সম্পদ
কেবল দেবের অংশ।।
আজি হৈতে ভাই সকল রাখাল
কানাই-কাঁধেতে না চড়।
উচ্ছিষ্ট ভোজন মুখে মুখে দিতে
এ মেনে সবাই ছাড়।।”
চণ্ডীদাস বলে শুন সখাগণ
অপার যাহার লীলা।
রাখালমণ্ডলে রাখালি করিয়া
করে নানা মত খেলা।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ