বৎস কোলে করি রাই রাধাকুণ্ডে যায়।
শ্যামলী ধবলী বলি পাঁচনি ঘুরায়।।
সুবলের বেশে শ্যাম চিনিতে নারিল।
না আইল কিশোরী সুবল ফিরে আইল।।
কহ রে কহ রে সুবল কহ সমাচার।
কেনে কুণ্ডে না আইল কিশোরী আমার।।
বৎস নামাইয়া রাই রাখে ভুমিতলে।
মুখে ফিরাইয়া রহে কিছু নাহি বলে।।
রাধিকার অঙ্গ গন্ধে বিকল হইয়া।
ভূমিতলে পড়ে শ্যাম হা রাই বলিয়া।।
শ্যাম চান্দে দেখি রাই মুচকি হাসিল।
প্রেমাবশে আসি তবে বঁধু কোলে নিল।।
রাধা অঙ্গ পরশেতে পাইল চেতন।
যদুনাথ দাস হইল আনন্দে মগন।।