ভকত সঙ্গ নাচত রঙ্গ প্রেমে পূরল গৌর অঙ্গ
প্রিয় গদাধর হেরিয়া।
বাজত তাল মৃদঙ্গ ভাল মনহি গাঢ় ভাব বাঢ়
হরি হরি বোল বলিয়া।।
চরণ তাল অতি রসাল আধ আধ ভাষত ভাল
অপরূপ গোরা নাচিয়া।
লোচন লোর ঢরকে জোর দেখি ভকত বৃন্দ ভোর
সুরধুনি পড়ে বাহিয়া।
বধির অন্ধ পরমানন্দ ধায় অধম অগতি মন্দ
প্রেম দিছে গোরা যাচিয়া।
নটন নাট বিনোদ ঠাট শুনি হরিনাম মন্ত্র পাঠ
তরিল ত্রিবিধ তাপিয়া।।
না জানি ছন্দ বিষয় অন্ধ ভাগ্য নহিল সাধু সঙ্গ
দাস হরেকৃষ্ণ পাপিয়া।
নাহি ভজন ধ্যান মনন পাপী তরাও গৌর তারণ
করূণ নয়নে হেরিয়া।।