ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ
অবতীর্ণ হৈলা কলিকালে।
ঘুচিল সকল দুখ দেখিয়া ও চাঁদমুখ
ভাসে লোক আনন্দ হিলোলে।।
জয় জয় নিত্যানন্দ রাম।
কনক চম্পক কাঁতি আঙ্গুলে চান্দের পাঁতি
রূপে জিতল কোটি কাম।।ধ্রু।।
ও মুখমণ্ডল দেখি পুর্ণচন্দ্র কিসে লেখি
দীঘল নয়ান ভাজু ধনু।
অজানুলম্বিত ভূজ করতল থলপঙ্কজ
কটি ক্ষীণ করিঅরি জনু।।
চরণকমলতলে ভকতভ্রমর বুলে
আধ বাণী অমিয়া প্রকাশ।
ইহ কলিযুগ জীবে উদ্ধার হইবে এবে
কহে দীন দুখী কৃষ্ণদাস।।