মধুপুরে কংস সভা করি বৈসে
ডাকিএ বান্ধবগণে।
মন্ত্রণা করেন চানুর মুষ্টিক
যুগতি করিছে মনে।।
কহে তবে কংস চানুর মুষ্টিক
“শুনহ, অসুর-ধাতা।।
একটি বচন মনেতে পড়িল
বড়ই আশ্চর্য্য কথা।।
তোমার ভগিনী পুতুনা সুন্দরী
তাহা বলাইঞা আনি।
তাহারে পাঠাহ গোকুল-নগরে
এই সে ভালই মানি।।
তাহার স্তনেতে বিস মাখাইঞা
জাউক মাআর ছলে।
নানা মাআবতি কত ছলা জানে
জাউক গোকুল-পুরে।।
বিষ স্তন মাখি হইঞা রূপসী
গিআ সে নন্দের বাড়ী।
মাআ ছলা করি শিশু কোলে ধরি
করুন নিশ্বাস এড়ি ।
এই যাইঞা বিস স্তন দিআ
মারুক ছায়াল-কোর।
বিস স্তন পানে বালক মরিব
কন্টক ঘুচিব তোর।।”
“ভাল, ভাল,”–বলি কংসাসুর অতি
হইলা সুখিত চিতে।
গিআ সে মহলে অতি কুতূহলে
পুতনা ডাকিল ভিতে।।
আইলা পুতনা রাজার সাক্ষাতে
দাণ্ডায়ে জুরিআ কর।–
“কোন আজ্ঞা হয়ে আইল সদএ
শুন, কংস নিপবর।।”
“শুন গো ভগিনি, আমার কাহিনী
বড়ই বিপাক দেখি।।”
চণ্ডিদাস বলে এখনি এমনি
মহাভয় কেনে লেখি।।