মধুর সময় রজনি-শেষ
শোহই মধুর কানন-দেশ
গগনে উয়ল মধুর মধুর
বিধু নিরমল-কাঁতিয়া।
মধুর মাধবী-কেলি-নিকুঞ্জ
ফুটল মধুর কুসুম-পুঞ্জ
গাবই মধুর ভ্রমরা ভ্রমরী
মধুর মধুহি মাতিয়া।।
আজু খেলত আনন্দে ভোর
মধুর যুবতি নব কিশোর
মধুর বরজ-রঙ্গিনী মেলি
করত মধুর রভস-কেলি।।
মধুর পবন বহই মন্দ
কুজয়ে কোকিল মধুর-ছন্দ
মধুর রসহি শরদ-সুভগ
নদহি বিহগ-পাঁতিয়া।
রবই মধুর শারি কীর
পঢ়ই ঐছন অমিয়া-গীর
নটই মধুর মউর-মউরি
রটই মধুর ভাতিয়া।।
মধুর মিলন খেলন হাস
মধুর মধুর রস-বিলাস
মদন হেরই ধরিণী লুঠই
বেদন ফুটই ছাতিয়া।
মধুর মধুর চরিত-রীত
বলরাম-চিতে ফুরউ নীত
দুহুঁ ক মধুর চরণ সেবন
ভাবনে জনম যাতিয়া।।