মনের আশা পূরাও না আমার। সোনার বন্ধুয়া রে মনের আশা পূরাও না আমার।।
নিশিতে বসাইয়া কোলে মুখে দিয়া মুখ । অঙ্গেতে মিলাইয়া অঙ্গ মিটাও মনের দুঃখ।।
তুমি আমি এক বটি ভিন্ন কেহ নয়। অঙ্গের বসন খোল হাত লাগাইতে দেও।।
শুইয়া কিংবা বইয়া করি আজ্ঞা মোরে দেও। কিংবা কৃষ্ণমন্ত্র সঙ্গে করি নেও।।
উন্মর পাগলে বলইন না পূরাইলায় আশ। দিমু দিছি করি গত কইলায় বার মাস।।